চট্টগ্রামের লোহাগাড়ায় থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৩১ হাজার টাকার জালনোটসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে।
গ্রেপ্তাররা হলেন সুমন (৩৮), সুলতানা (২৮) ও হানিফ গাজী (৪৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২০ লাখ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা ১০০০ টাকা মূল্যমানের নয় লাখ ৭৬ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।